মঙ্গলবার, মে ২১, ২০২৪

গাঁজা সেবনের অফার পেয়েছিলেন স্বাস্থ্য সচিব!

জেলা প্রশাসক থাকাকালীন সময়ে পার্কে হাঁটতে গিয়ে গাঁজা সেবনের অফার পেয়েছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া।

বৃহস্পতিবার (১৭ জুন) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আমি একসময় একটি জেলার জেলা প্রশাসক ছিলাম। একদিন সন্ধ্যার পর পার্কে হাঁটতেছিলাম। তখন দেখি তিন-চারজন একত্রে বসে গান গাইতেছে। গানের কথা ছিল এ রকম- গাঞ্জা খাইয়া শুয়া থাকি, তালগাছের মাথায় বাজার দেখি।

তিনি আরও বলেন, আমার সঙ্গে বডিগার্ড ছিল। তাকে জিজ্ঞাসা করলাম, ঘটনা কী? সে বলল, স্যার ওখানে যাওয়া যাবে না। ওরা মাদকখোর।

স্বাস্থ্যসচিব বলেন, আমি যেহেতু জেলা প্রশাসক ছিলাম, তাদেরকে জিজ্ঞাসা করলাম, বাবারা সারা জীবন তো হাটবাজার মাঠে গিয়ে দেখেছি। তোমরা তালগাছের মাথায় কেন দেখছ? তারা বলল, আপনিও দুই পুরিয়া খান, আপনিও তাল গাছের মাথায় বাজার দেখবেন।

স্বাস্থ্যসচিব আরও বলেন, এরপর আমি তাদের বললাম- আর কী কী দেখা যায়? তারা বলে- যদি চার পুরিয়া খান, পাসপোর্ট, টিকিট ভিসা ছাড়া থাইল্যান্ড ব্যাংকক, সিঙ্গাপুর ঘুরে আসতে পারবেন।

তিনি বলেন, তাহলে বুঝুন আমাদের সন্তানদের কী অবস্থা। দেশের উন্নয়নকে ধরে রাখতে হলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img