মঙ্গলবার, মে ২১, ২০২৪

বান্দরবানে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে নওমুসলিমকে গুলি করে হত্যা

বান্দরবানে এশার নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে মুহাম্মাদ ওমর ফারুক (৬০) নামে এক নওমুসলিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৮ জুন) রাতে রোয়াংছড়ি উপজেলার দুর্গম তুলাছড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নওমুসলিম রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি পাড়ার তয়ারাম ত্রিপুরার ছে‌লে। সম্প্রতি তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এদিকে এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) অনুসারীদের দায়ী করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ধর্মান্তরিত হওয়ায় সন্ত্রাসী গ্রুপটি তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। শুক্রবার রাতে স্থানীয় একটি মসজিদে নামাজ পড়ে বের হলে দুর্বৃত্তরা তাকে অনুসরণ করতে থাকে। পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি পুনরায় মসজিদে ফিরে যাওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

বান্দরবানের রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির বলেন, হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম রওয়ানা দিয়েছে। ঘটনাস্থল অনেক দুর্গম ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে পারছি না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img