দেশের অন্যতম ইসলামী অনলাইন পত্রিকা ইনসাফের প্রতিষ্ঠা বার্ষিকীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, ইনসাফের বস্তুনিষ্ঠ সংবাদ পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে। নেতৃদ্বয় ইনসাফের সম্পাদক, প্রকাশক, সর্বস্তরের সংবাদকর্মীসহ বিভিন্ন বিভাগীয় প্রধান ও কর্মীদের শুভকামনা ও শুভেচ্ছা জানিয়ে তাদের সুস্থতা ও সার্বিক সফলতা কামনা করেছেন। সেইসাথে ইনসাফ দেশ, ইসলাম ও মানবতার পক্ষে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবে এটাই প্রত্যাশা করছি।