সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

পশ্চিমাদের ভন্ডামীর ফলে গাজ্জা কবরস্থানে পরিণত হয়েছে: এরদোগান

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহকারী পশ্চিমা দেশগুলোর ভন্ডামীর ফলে গাজ্জা আজ নারী ও শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত হয়েছে বলে নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

ইস্তাম্বুলে অনুষ্ঠিত একটি ইফতার মাহফিলে এসব কথা বলেন এরদোগান।

প্রেসিডেন্ট বলেন, “যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই আমরা ফিলিস্তিনি ভাই ও বোনদের পাশে দাঁড়িয়েছি। মিথ্যা অপপ্রচারের মাধ্যমে আমাদের প্রচেষ্টাকে ঢেকে ফেলা যাবে না।”

এরদোগান আরো বলেন, “আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানগুলো গাজ্জায় আরো একবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুধু তার নয়, আসুন আমরাও স্বীকার করি যে, এই এই প্রক্রিয়ায় মুসলিম বিশ্ব একইভাবেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।”

তিনি বলেন, ইসরাইল একা নয়, এর পিছনে সমর্থন যোগাচ্ছে কয়েক ডজন দেশ

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img