সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী তাফসির আলম খানের বিরুদ্ধে পর্নগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন এক তরুণী।
দক্ষিণ সুরমার পাঠানপারা এলাকার রফিকুল আলমের ছেলে তাফসির আলম এলইউ’র ২৪তম ব্যাচের শিক্ষার্থী। এছাড়া তিনি একই বিশ্ববিদ্যালয়ের ‘অর্ফিয়াস মিউসিক্যাল ক্লাব’ নামে একটি সংগঠনের সাবেক প্রেসিডেন্ট বলেও জানা গেছে।
বুধবার (১৭ জানুয়ারি) সিলেট কোতোয়ালি থানায় তাফসিরের বিরুদ্ধে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১)(২)(৩) ধারায় মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী।
ভুক্তভোগীর দাবি, তার কিছু ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তাফসির আলম নামের ওই যুবক। নিষেধ করা সত্বেও এটি অব্যাহত রেখেছেন তাফসির। এমনকি উল্টো টাকা দাবি করেছেন।
তাফসির আলম আরও অনেকের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এবং ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন বলেও দাবি করেন তিনি।
ওই যুবকের পরিবারের সাথে যোগাযোগ করলেও কোন সাড়া পাওয়া যায়নি। উল্টো পরিবার থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী।
ইতিমধ্যে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
পুলিশের পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে।