নির্ধারিত ৩ নারী বন্দীকে হস্তান্তর করেছে ফিলিস্তিনে স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
রবিবার (১৯ জানুয়ারি) কুদস নেটওয়ার্কের খবরে একথা জানানো হয়।
খবরে বলা হয়, ইন্টারন্যাশনাল রেডক্রস কমিটি (আইসিআরসি) এর কাছে নির্ধারিত ৩ নারী বন্দীকে হস্তান্তর করেছে ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। গাজ্জার সারায়া জংশনে তাদের হস্তান্তর করা হয়।
এর আগে ইন্টারন্যাশনাল রেডক্রস কমিটি (আইসিআরসি) এর পক্ষ থেকে জানানো হয় যে, তারা নারী বন্দীদের গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। বন্দীদের গ্রহণের পর প্রথমে গাজ্জার স্পেশাল আর্মি ইউনিটের কাছে নেওয়া হবে। সেখান থেকে নেওয়া হবে হাসপাতালে। এর আগে তাদের গাজ্জার নিকটতম ইসরাইলী মিলিটারী সেন্টারে নিয়ে যাওয়া হবে, যেখানে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে এবং নিজ পরিবারের সদস্যদের সাথে দেখা করবে।
হস্তান্তরকৃত ৩ নারী বন্দী হলেন, উত্তর ইসরাইলের তরুণী রোমি গোনেন (২৪), গাজ্জা সংলগ্ন দক্ষিণ ইসরাইলের তরুণী এমিলি দামারি (২৮) ও ইসরাইল রোমানিয়ার দ্বৈত নাগরিক ডোরন স্টেইনব্রেচার (৩১)।