বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

চন্দনাইশে মাদরাসা দারুল উলুম হেমায়তুল ইসলামের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার কানাইমাদারি চামুদরিয়া ঘাটঘর মাদরাসা দারুল উলুম হেমায়তুল ইসলামের বার্ষিক পুরস্কার বিতরণ ও হেফজ বিভাগের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮জানুয়ারি) বিকেলে মাদরাসা কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।

চন্দনাইশ দোহাজারী আজিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাবিব উল্লাহ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুরআনের সাথে যে কোনভাবে সম্পৃক্ত মানুষ দুনিয়া ও আখিরাতে সম্মানিত হয়।এবং কুরআন থেকে দূরে সরে গেলে লাঞ্ছিত ও অসম্মানিত হয়।তাই মানুষদের কুরআনমূখি করতে দীনি প্রতিষ্ঠানের বিকল্প নেই।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাদরাসার শূরা সদস্য যথাক্রমে মাওলানা আবু তৈয়ব, মাওলানা কামাল উদ্দিন,মাওলানা মাহবুবুল মান্নান, মাওলানা মাসউদুল আলম,মাওলানা হাফেজ গিয়াস উদ্দিন,মাদরাসা শিক্ষক মাওলানা এমদাদ, হাফেজ নূর আহমদ ও মাওলানা রাজিউল হক প্রমুখ।

প্রধান অতিথি মাওলানা হাবিব উল্লাহ নতুন হেফজ বিভাগের ছাত্রদের উদ্বোধনী সবক প্রদান করেন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img