গাজ্জা শহরের আশ-শিফা হাসপাতালে ইহুদিবাদী সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ২২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
আল-মায়াদিন আজ (সোমবার) এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ২২ ফিলিস্তিনির বেশিরভাগই শরণার্থী ছিলেন। আশ-শিফা হাসপাতালের সার্জিক্যাল বিভাগে তারা ইহুদিবাদী সেনাবাহিনীর বোমা হামলার পর শহীদ হন।
গাজ্জায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘আল-আকসা তুফান’ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৩৮ জন চিকিৎসাকর্মীকে ইহুদিবাদী সেনারা আটক করেছে।
হাসপাতালে যখন অমানবিক পরিস্থিতি বিরাজ করছে সে সময় তারা আশ-শিফার মহাপরিচালকসহ ওই ৩৮ জন চিকিৎসাকর্মীকে আটক করে।
এদিকে, গাজ্জার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক মুনির আলবারশ বলেছেন, ইহুদিবাদী সেনারা ‘কামাল আদওয়ান’ হাসপাতালকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। ওই হাসপাতালটির এখন স্বাস্থ্য পরিষেবা দেওয়ার সক্ষমতা নেই।
কামাল আদওয়ান হাসপাতালে ইহুদিবাদী সেনারা শহীদদের মৃতদেহ একটি বড় গর্তে দাফন করেছে। এ কথা উল্লেখ করে আলবার্শ আরও বলেন, গাজ্জার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি সেনারা আজ হামলা চালায়। বর্বরোচিত ওই হামলায় অন্তত ১০০ বেসামরিক ফিলিস্তিনী শহীদ এবং অপর ২০ জন আহত হয়েছেন। আরও ১০০ জনের মতো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন।
আজ সকালেও ইহুদিবাদী সেনারা দক্ষিণ গাজ্জার খান ইউনূসে অবস্থিত নাসের হাসপাতাল কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে হামলা চালিয়েছে। ওই হামলায় একজন ফিলিস্তিনি মহিলা শহীদ এবং আরও কয়েকজন আহত হয়েছেন। গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে।
পার্সটুডে