বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

বিএনপি যেন সুন্দরভাবে সমাবেশ করতে পারে সেই ব্যবস্থাই সরকার নিয়েছে : তথ্যমন্ত্রী

বিএনপির গণসমাবেশ নিয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আমরা যখন ক্ষমতায়, তখন তারা (বিএনপি) যেন সুন্দরভাবে সমাবেশ করতে পারে, সেই ব্যবস্থাই সরকার সবসময় নিয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমরা বিএনপিকে দমন করার নীতি অবলম্বন করিনি। তাদের সভা-সমাবেশ করতে দিচ্ছি।

হাছান মাহমুদ বলেন, বিএনপির উসকানিমূলক বক্তব্যের পরও দলের নেতাকর্মীদের সংযত আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারা যদি ঢাকা শহর কিংবা যে কোনো জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, তা হলে জনগণই তাদের প্রতিহত করবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img