শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

দফায় দফায় ভোজ্যতেল ও চিনির দাম বাড়িয়ে জনগণকে নির্যাতন করা হচ্ছে: মাওলানা ইমতিয়াজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, দফায় দফায় ভোজ্যতেল ও চিনির দাম বাড়িয়ে জনগণকে নির্যাতন করা হচ্ছে। বাজারে ভোজ্য তেল ও চিনির সঙ্কট চলছে। এমতাবস্থায় জনগণের স্বার্থের কথা বিবেচনা না করে চিনি ও তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনগণকে অনিশ্চয়তায় ফেলবে। একসঙ্গে প্রতি লিটারে ১২ টাকা বৃদ্ধি ও প্যাকেটজাত প্রতিকেজি চিনির দাম ১৩ টাকা বৃদ্ধি জনজীবনকে দুর্বিষহ করে তুলবে।

তিনি বলেন, সয়াবিন তেল ও চিনির মূল্যবৃদ্ধির অনৈতিক সিদ্ধান্ত বাতিল করতে হবে। সরকারের এহেন সিদ্ধান্তে ভোজ্যতেল ও চিনির বাজারে ব্যবসায়ীদের রামরাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৮ নভেম্বর) সকালে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে থানা ও নগর আমেলার যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার মূল্যবৃদ্ধি নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জন্য চাপ তৈরি করবে। অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে সাধারণ মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে। অথচ বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ জনগণের চোখে পড়েনি। সরকারের দুর্বল মনিটরিংয়ের কারণে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির ইঙ্গিত পেলেই উৎপাদন ও সরবরাহকারীরা পণ্যের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটায় ব্যস্ত হয়ে পড়ে।

এ সময় উপস্থিত ছিলেন নগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, মুহাম্মদ আব্দুল আঊয়াল মজুমদার, ডা. শহিদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, মুফতী আব্দুল আহাদ, মাওলানা নজরুল ইসলাম, নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন প্রমূখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img