ভারতের শ্রীনগরে পুলিশের গুলিতে ৪জন নিরীহ নিরাপরাধ মুসলমান হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তিনি প্রতিবাদ জানান।
তিনি বলেন, নিহত চারজনের লাশও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
চরমোনাই পীর বলেন, সোমবার রাতে শ্রীনগরের হায়দরপোরা অঞ্চলে একটি দোকানে অপারেশন চালিয়ে পুলিশ তাদের হত্যা করেছে। ভারত মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে। কারণে অকারণে ভারতীয় পুলিশ মুসলমানদের গুলি করে হত্যা করছে। যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তিনি ভারতের এহেন মুসলিমবিদ্বেষী কর্মকান্ড বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধভাবে রুখে দেয়ার দাবি জানান।
এছাড়া ভারতীয় বিএসএফ বাংলাদেশের সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশী নাগরিক হত্যা করছে। ভারতের এধরণের
বর্বর আচরণ রুখে দিতে হবে উল্লেখ করে চরমোনাই পীর বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে বিএসএফ-এর বলির পাঠা হচ্ছে সীমান্ত এলাকার বাংলাদেশী নাগরিক। যা রীতিমত বাংলাদেশের সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে।