বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জার হাসপাতালে বিমান হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

গাজ্জার আহলি আরাবি হাসপাতালে ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দ্রুত যুদ্ধবিরতির আহ্বানও জানানো হয়েছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া উইংয়ের পাঠানো এক প্রেস স্টেটমেন্টে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়েছে, গাজার আহলি আরাবি হাসপাতালে ইসরায়েলি দখলদার বাহিনীর ঘৃণ্য বিমান হামলায় শত শত মানুষ, বিশেষ করে নারী ও শিশু নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানায়। এই পাশবিক হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং মানবতাবিরোধী অপরাধের সামিল।

স্টেটমেন্টে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে গাজার সাধারণ নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, তা শুধু অসমই নয়; বরং এতে ফিলিস্তিনিদের সম্মিলিত শাস্তির দেওয়ার অভিপ্রায় প্রকাশ পায়। মানবাধিকারের যে কোনো মূলনীতি ও আন্তর্জাতিক বেসামরিক আইনের লঙ্ঘন।

এতে আরও বলা হয়, বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়কে এই সংঘাতের মূল কারণ খোঁজার আহ্বান জানায়। এটা পরিষ্কার যে, মর্যাদাপূর্ণ জীবনের অধিকার না থাকা, ইসরায়েলি দখলদারত্ব এবং ফিলিস্তিন এলাকায় অবৈধ বসতি স্থাপন এ সংকটের সমাধান বয়ে আনবে না। বাংলাদেশ পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের জাতিসংঘের প্রস্তাব অনুসারে দুই রাষ্ট্র গঠনের প্রস্তাবকে সমর্থন করে।

ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত মানবিক সহায়তা পাঠানোর প্রস্তাব অনুমোদন করতে বাংলাদেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানায়। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে একত্রে বসে এই সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছে বাংলাদেশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img