বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ গ্রেফতার

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী মুসলিম লীগের প্রধান শেখ রশিদ আহমেদকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ শেখ রশিদ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তিনি ইমরান খান সরকারের আমলে শুরুতে রেল ও পড়ে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) তাকে রাওয়ালপিন্ডির বাহরিয়া টাউনে তার বাসা থেকে গ্রেফতার করা হয়।

রশিদ আহমেদের ভাগ্নে শেখ রশিদ শফিক এক ভিডিও বার্তায় বলেছেন, পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদকে রাওয়ালপিন্ডির বাহরিয়া টাউনে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে এবং পরে তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তার বড় ভাই শেখ শাকির ও বাড়ির একজন পরিচারককেও গ্রেফতার করা হয়।

এদিকে মাইক্রোব্লগিং এক্সে (সাবেক টু্ইটার) একটি পোস্ট দিয়ে পাকিস্তান তেহরিকে ইনসাফ শেখ রশিদের গ্রেফতারের নিন্দা জানিয়েছে।

পোস্টে বলা হয়েছে, এবার শেখ রশিদকে গ্রেফতারের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে রাজনৈতিক নিপীড়ন ও ফ্যাসিবাদ অব্যাহত রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img