ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ফারহান নিহত হয়েছে। আন্দোলনরত অবস্থায় ফারহানের মুখে গুলি লাগে। গুলিবিদ্ধ হলে সহপাঠীরা তাকে হাসপাতলে নেয়। কিন্তু ফারহানকে বাঁচানো যায়নি। বিষয়টিও নিশ্চিত করেছেন ফারহানের মা নাজিয়া খান।
তিনি ফেসবুকে ছেলের হত্যার বিচার চেয়ে বলেন, তারা আমার ছেলে ফারহান ফাইয়াজকে মেরে ফেলেছ। অথচ তার বয়স ১৮ হয়নি। আমি ফারহান ফাইয়াজ হত্যার বিচার চাই।
তিনি বিচারের জন্য তীব্র আকুতি জানিয়েছেন। ফেসবুকে ফারহানের বেশকিছু ছবি পোস্ট করেছেন। নাজিয়া খান বলেন, ফারহানের জন্ম ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর। আমি চাই আপনারা ফসুফুসের সমস্ত বাতাস একসঙ্গে করে চিৎকার করুন, এই পোস্ট শেয়ার করুন। আমরা ফারহান হত্যার বিচার চাই।