সকাল থেকেই মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। একপর্যায়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায় পুলিশ। এ সময় বাইরে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে আটকে পড়া সেই পুলিশকে উদ্ধারে ছুটে আসে হেলিকপ্টার।
পুলিশের উদ্ধারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ইউনিভার্সিটির ভেতরে থাকা পুলিশের উদ্ধারে দুটি হেলিকপ্টার এসেছে। একটি হেলিকপ্টারে কয়েকজন পুলিশকে তুলে নিয়ে যেতে দেখা যায়।