বাংলাদেশের ইসলামী ধারার প্রথম জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘ইনসাফ’ এর অর্ধযুগ পূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সবার খবর পরিবার।
সবার খবর পরিবারের পক্ষ থেকে পাক্ষিক সবার খবর ও সবার খবর টোয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক মাওলানা আবদুল গাফফার শুভেচ্ছা বার্তায় বলেন, অর্ধযুগ আগে দেশের এক ক্রান্তিলগ্নে ‘ইনসাফ’ প্রতিষ্ঠিত হয়। এর আগে ইসলামী ধারায় অনলাইনে কোনো পত্রিকা ছিল না। ইনসাফই প্রথম যে, ইসলামী ধারায় পত্রিকা আকারে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে। আত্মপ্রকাশের পর পরই ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার- এর ঐকান্তিক প্রচেষ্টায় পত্রিকাটি আজ অর্ধযুগ পেরিয়ে বিশ্ব দরবারে পৌঁছে গিয়েছে। এ সময়ে উপদেষ্টা সম্পাদক হিসেবে তিনজন দায়িত্ব পালন করেন। প্রথমে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, এরপর মাওলানা মুসা বিন ইজহার চৌধুরী। এবং সর্বশেষ মাওলানা সালাউদ্দীন জাহাঙ্গীর। আমি এই তিন উপদেষ্টা সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই অর্ধযুগে ইনসাফ আমাদের যে আশার আলো দেখিয়েছে, তা প্রশংসার দাবি রাখে। এক যুগ পেরিয়ে ইনসাফ এই জাতিকে সঠিক পথ দেখাতে পারবে বলে আশা রাখছি।
সবিশেষ ইনসাফ পরিবারের প্রতি অভিনন্দন জানিয়ে আগামী দিনগুলোতে প্রতিজনকে দ্বীনের যোদ্ধা হিসেবে কবুল করার দুআ করছি।