মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত পণ্য বিক্রিতে ইসরাইলের উপর নিষেধাজ্ঞা বহু আগের বলে দাবী তুরস্কের

সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে এমন পণ্য বিক্রিতে গাজ্জায় গণহত্যা পরিচালনাকারী ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের উপর নিষেধাজ্ঞা বহু আগের বলে জানালো তুরস্ক।

বুধবার (১৭ এপ্রিল) দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এই নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দেন।

তিনি বলেন, তুরস্ক এখন পর্যন্ত এমন কোনো পণ্যসামগ্রী ইসরাইলকে বিক্রির অনুমোদন দেয়নি যা সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। গাজ্জায় গণহত্যার মতো জঘন্য অপরাধ শুরুর বহু আগ থেকেই এই নীতি রক্ষা করে চলেছি আমরা।

এরদোগান আরো বলেন, গাজ্জায় স্থায়ীভাবে গণহত্যার অবসান না ঘটলে আমাদের অঞ্চল নতুন কোনো উত্তেজনায় ফেঁসে যেতে পারে।

এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কাতারের দোহায় ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সাথে সাক্ষাত করেন। এরদোগান ও তুরস্কের পক্ষ থেকে ইসরাইলী হামলায় নিহত তার ৩ পুত্র ও নাতী নিহতের ঘটনায় শোক জানান।

সংবাদমাধ্যমের তথ্যমতে, গাজ্জায় ঈদের দিন ইসরাইলী বিমান হামলায় পুত্র ও নাতী নিহতের ঘটনায় তুরস্কের প্রেসিডেন্টই সর্বপ্রথম ইসমাইল হানিয়াকে ফোনে শোক প্রকাশ ও সান্ত্বনা দেন। ঈদের দিনে অবৈধ রাষ্ট্রটির এমন হামলা গাজ্জায় ইসরাইলের জঘন্য অপরাধের তরতাজা উদাহরণ ও গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে থাকবে বলে উল্লেখ করেছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img