গুপ্তঘাতকের হামলায় ইরানের হুজ্জাতুল ইসলাম পদবীর শীর্ষ ২ বিচারক মুহাম্মদ মুকিসাহ ও আলি রাজিনী নিহত হয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) দেশটির সর্বোচ্চ আদালতে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
সুপ্রিম কোর্টের মুখপাত্র আজগর জাহাঙ্গীর বলেন, এক গুপ্তঘাতকের হামলায় হুজ্জাতুল ইসলাম মুহাম্মদ মুকিসাহ ও আলি রাজিনী শাহাদাত বরণ করেছেন। অস্ত্রধারী ঘাতকের কাছে লুকানো হ্যান্ডগান ছিলো। বিচারকদ্বয়ের রুমে প্রবেশ করে তাদের লক্ষ্য করে গুলি চালায় সে। হামলার পর নিজেও আত্মহত্যা করে মারা যায়। ঘাতকের পরিচয় ও হামলার পেছনের কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি।
হামলায় বিচারকের এক দেহরক্ষী আহত হয়েছেন। যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তাৎক্ষণিক প্রাথমিক তদন্তের রিপোর্টে বলা হয়, ঘাতকের অপরাধের কোনো অতীত রেকর্ড পাওয়া যায়নি। ইতোপূর্বে কোনো আদালতেও তার প্রবেশ ঘটেনি।
এছাড়া দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে যে, আদালত ভবনে কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে। কিন্তু বিচার বিভাগীয় মিডিয়ার তরফ থেকে এই অভিযোগ নাকচ করা হয়। গণমাধ্যমগুলোকে সতর্ক করে দিয়ে বলা হয়, গণমাধ্যমগুলোকে মনগড়া কথাবার্তা থেকে বিরত থাকা উচিত। এখন পর্যন্ত কাউকে আটক করেনি বিচার বিভাগ।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, ১৯৯৮ সনে তেহরানের বিচার বিভাগীয় প্রধান থাকার সময়ও আলি রাজিনী (৭১) প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলেন। কিন্তু ভাগ্যক্রমে সেই বার তিনি বেঁচে যান। ইরানের তৎকালীন সুপ্রিম লিডার ও প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলি আল খোমেনী হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন।
এছাড়া ৬৮ বছর বয়সী শীর্ষ বিচারক মুহাম্মদ মুকিসাহ ২০১৯ সালে আমেরিকা কর্তৃক নিষেধাজ্ঞার শিকার হোন। তার উপর অগণিত অন্যায্য বিচার তত্বাবধান ও রায় প্রদানের অভিযোগ এনেছিলো বিশ্ব সন্ত্রাসে মদদ দিয়ে যাওয়া দেশটির ট্রেজারী বিভাগ।
প্রেসিডেন্ট মাসুদ পাজেশকিয়ান এই বিষয়ে বলেন, সন্ত্রাসী ও কাপুরুষোচিত কাজটির বিরুদ্ধে নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী বাহিনীকে দ্রুত ফলাফলে পৌঁছাতে হবে।
দেশটির বিচারিক প্রধান গোলাম হুসাইন মু্হসিনী ইজাই আমেরিকার দিকে ইঙ্গিত করে বলেন, যেসব সন্ত্রাসীদের হাত ইরানী জনগণের বিশুদ্ধ রক্তে ভিজে গেছে তাদের বিরুদ্ধে রায় প্রদান ও তা কার্যকর করতে থাকায় এই দুই বিচারককে হত্যা করা হয়েছে।
সূত্র: আল জাজিরা