রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

যুদ্ধবিরতি লঙ্ঘনের রেকর্ড আছে ইসরাইলের : এরদোগান

ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের যে ইতিহাস স্বরণ করে তার তীব্র সমালোচনা করেছেন তুরষ্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজ্জায় সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘন রোধে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ইসরাইল, বিশেষত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি ভঙ্গের ব্যাপারে একটি বিশাল রেকর্ড অর্জন করেছেন। এবার গাজ্জায় এমনটি আর ঘটতে দেওয়া উচিত নয়।

শনিবার (১৮ জানুয়ারি) তুরস্কের আদানা প্রদেশে নিজ দলের প্রাদেশিক কংগ্রেসে দেওয়া এক ভাষণে এরদোগান এ কথা বলেন।

গাজ্জায় ইসরাইলের ১৫ মাসের আগ্রাসনকে গণহত্যা ও হত্যাযজ্ঞ করে এরদোগান বলেন, ৪৬৭ দিনের নিষ্ঠুরতা সত্ত্বেও ইসরাইল আমাদের গাজার ভাই-বোনদের প্রতিরোধের ইচ্ছা ভাঙতে পারেনি।

তিনি বলেন, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ীদের একে একে বিচারের আওতায় আনার প্রচেষ্টা আরও তীব্রতর হবে।

সেই সঙ্গে, যুদ্ধবিরতি চলাকালীন গাজার ক্ষত নিরাময়ে তুরস্ক সর্বাত্মক প্রচেষ্টা চালাবে এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও ঘোষণা দেন এরদোগান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img