বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ইয়েমেনকে পুনরায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের তকমা দিল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি জনগণের সমর্থনে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরাইলি বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু করার কারণে ইয়েমেনকে পুনরায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (১৮ জানুয়ারি) হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই ঘোষণা প্রদান করেন।তবে এই ঘোষণা ৩০ দিন পর কার্যকর হবে বলেও জানান তিনি।

সুলিভান বলেন, “লোহিত সাগরে ক্রমাগত বাণিজ্যিক জাহাজে আক্রমণ ও হুমকির কারণে আনসারুল্লাহকে (যারা হুথি নামেও পরিচিত) বিশেষভাবে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।”

মার্কিন কর্মকর্তার মতে, এই ঘোষণাটি হুথিদের অর্থায়নে বাধা প্রদান, তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা ও অর্থনৈতিক বাজারে তাদের প্রবেশ সীমিত করার জন্য একটি মোক্ষম হাতিয়ার।

অবশ্য, লোহিত সাগর ও এডেন উপসাগরে হামলা বন্ধ করলে এই ঘোষণা পুনর্বিবেচনা করবে মার্কিন যুক্তরাষ্ট্র বলেও জানিয়েছেন জ্যাক সুলিভান।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img