ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল গাজ্জা গণহত্যা মামলায় নিজেদের নির্দোষ প্রমাণে মিথ্যার সম্ভাব্য সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে বলে উল্লেখ করেছেন অবৈধ দেশটির সিনিয়র সাংবাদিক মিচেল ব্রিজন।
ইসরাইলী দৈনিক হারেৎজে তিনি লিখেন, গাজ্জায় এখনো ভয়াবহ গণহত্যা চলছে, অথচ আন্তর্জাতিক আদালত আইসিজেতে গাজ্জা গণহত্যা মামলায় ইসরাইলকে নির্দোষ প্রমাণে আইনজীবীরা মিথ্যার সম্ভাব্য সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে!
মিথ্যার মাত্রা কতটা বেশি ছিলো তার উদাহরণ দিতে গিয়ে তিনি লিখেন, নির্দোষ প্রমাণে বক্তব্য দেওয়ার সময় ইসরাইলী আইনজীবীদের যদি পলিগ্রাফের (মিথ্যা সনাক্তকরণ রিখটার স্কেল) সাথে সংযুক্ত করে দেওয়া হতো তাহলে পুরো হেগ শহরের বিদ্যুৎ চলে যেতো।
তিনি আরো উল্লেখ করেন যে, ইসরাইলের জন্য সৌভাগ্য যে দক্ষিণ আফ্রিকা তাদের বিরুদ্ধে শুধু গণহত্যার অভিযোগ এনেছে, যা আদালতে প্রমাণ করা একপ্রকার অসম্ভব। এছাড়া জেরুসালেম, পশ্চিম তীর সহ পুরো দখলকৃত ফিলিস্তিনে ইসরাইল যে অপরাধ করে যাচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ না এনে শুধু গাজ্জায় সংঘটিত অপরাধের বিরুদ্ধে কেনো অভিযোগ আরোপ করলো তাও অস্পষ্ট। কেননা এর ফলে ইসরাইলের সার্বিক অপরাধ আড়াল হয়ে যায়, যা ইসরাইলের জন্য একপ্রকার আশীর্বাদই বটে।
উল্লেখ্য, হামাস একটি সন্ত্রাসী সংগঠন ও তারা অবৈধ রাষ্ট্র ইসরাইলের জন্য হুমকি এই অজুহাতে ৩মাসেরও বেশি সময় ধরে গাজ্জায় গণহত্যা পরিচালনা করে আসছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
আমেরিকা, ব্রিটেন ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গাজ্জা গণহত্যায় এখন পর্যন্ত শাহাদাত বরণ করেছেন ২৪ হাজার ৩৫৭ ফিলিস্তিনি। তাদের বর্বরতা ও নৃশংসতার শিকার হয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যুতুল্য যন্ত্রণায় কাতরাচ্ছেন ৬১ হাজার ৫০৪ জন ফিলিস্তিনি।
গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আহত ও শাহাদাত বরণকারীদের মধ্যে ৭০ শতাংশই হলো নারী ও শিশু।
সূত্র: মিডল ইস্ট মনিটর