রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে গেলে র্যাব সদস্যের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দিয়েছেন মাদক ব্যবসায়ী। তবে পিস্তলটি ছিল খেলনা।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বিজয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় চাপাতি দিয়ে আঘাত করেছেন অপর মাদক ব্যবসায়ী। এতে আহত হয়েছেন ওই র্যাব সদস্য। এ সময় ফেন্সিডিলসহ তিনজনকে আটক করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে ১৭৭ বোতল ফেন্সিডিল। পরে র্যাবের করা মামলায় তিন জনকে গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতার তিনজন হলেন- গোদাগাড়ী পৌরসভার মাদারপুর ডিমভাঙা এলাকার শাহরিয়ার নাজিম জয় (২১), বুজরুক রাজারামপুর হলের মোড় এলাকার মাহিদ হাসান (১৯) ও সিঅ্যান্ডবি গড়ের মাঠ এলাকার তারেক মাহফুজ (১৯)।