বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাজধানীর রমনা কালীমন্দিরের একটি ভবন উদ্বোধন করেছেন। শুক্রবার সকালে ভবনটির উদ্বোধন করেন তিনি।
ভবন উদ্বোধনের পর ভারতের রাষ্ট্রপতি মন্দিরে পূজা অর্চনার পাশাপাশি মন্দির কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
সকাল সাড়ে ১০টায় ভারতের রাষ্ট্রপতি মন্দিরে এলে তাকে অভ্যর্থনা জানান ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সঙ্গে ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী ও কন্যা।
এর পরই তিনি পুনর্নির্মিত রমনা কালীমন্দির ও অতিথিশালা উদ্বোধন করেন। এ সময় শাঁখা বাজিয়ে সনাতন পদ্ধতিতে অভ্যর্থনা জানানো হয় রামনাথ কোবিন্দকে।