গত ২৪ ঘন্টায় লেবাননজুড়ে ১৪৫ বার বোমা হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। এ ধারাবাহিক বোমা হালায় ১১ জন নিহত ও আহত হয়েছেন আরও ১১ জন।
রোববার (১৭ নভেম্বর) লেবাননের পরিবেশমন্ত্রী নাসের ইয়াসিন এ তথ্য নিশ্চিত করে একটা প্রতিবেদন প্রকাশ করেছেন।
প্রতিবেদনে নাসের ইয়াসিন জানান, গত ২৪ ঘণ্টায় লেবাননজুড়ে ১৪৫ বার হামলা চালিয়েছে ইসরাইল। বেশিভাগই হামলা করা হয়েছে নাবাতিহ ও দক্ষিণ লেবাননে। এর মধ্যে নাবাতিহতে ৫৫ বার ও দক্ষিণ লেবাননে ৭৩ বার হামলা চালানো হয়েছে।
তিনি আরও জানান, লেবাননে ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১৩ হাজার ২২২টি হামলা হয়েছে।
সূত্র : আল-জাজিরা