ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অভ্যন্তরীন স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ কাতার ও তুরস্ক বলে জানিয়েছেন উভয় দেশের নেতারা। সেই সঙ্গে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি।
শুক্রবার (১৫ নভেম্বর) কাতার-তুরস্ক সর্বোচ্চ কৌশলগত কমিটির ১০ম বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, “বৈঠকে আফগানিস্তানের স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে কাতার ও তুরস্ক। এছাড়া আফগান জনগণের মৌলিক অধিকারকে সম্মান করার গুরুত্ব এবং একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বের সাথে আফগানিস্তানের সম্পৃক্ততার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে বৈঠকে।”
এদিকে, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে কাতার ও তুরস্কের ইতিবাচক অবস্থানের প্রশংসা করেছে আফগান সরকার। আফগান নাগরিকদের মৌলিক অধিকারের বিষয়ে ইসলাম প্রদত্ত অধিকার বাস্তবায়নের উপর জোর দিয়েছেন দেশটির ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত।
তিনি বলেন, “আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়ার জন্য তুরস্ক ও কাতারের প্রশংসা করছি আমরা। আফগানিস্তানে স্থিতিশীলতা বজায় থাকলে তা অন্যান্য দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। সকল আফগান নাগরিকদের জন্য ইসলাম প্রদত্ত মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, জবাবদিহিমূলক একটি সরকার হিসেবে দেশের মানুষের অর্থনীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।”
সূত্র: তোলো নিউজ