সোমবার, মে ২০, ২০২৪

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার জন্য রাশিয়াকে দায়ী করা উচিৎ হবে না : এরদোগান

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে রাশিয়ার বক্তব্যকে সম্মান জানানো উচিৎ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। একই সাথে তিনি এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করলে উত্তেজনা আরো বাড়বে বলেও মন্তব্য করেন।

এরদোগান বলেন, ”আমার উচিৎ রাশিয়ার বক্তব্যকে সম্মান করা। এটি (রাশিয়ার বক্তব্য) আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারা বলেছে যে, এই (হামলার) সাথে তাদের কোন সম্পর্ক নেই।”

তিনি বলেন, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার তৈরি নয় তা জানার পরও রাশিয়ার দিকে আঙুল তোলা উত্তেজনা আরও বাড়িয়ে দেবে।

বুধবার (১৬ নভেম্বর) ইন্দোনেশিয়ায় বালি দ্বীপে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে এরদোগান‌ এসব কথা বলেন।

উল্লেখ্য; গত মঙ্গলবার পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় গ্রাম সেবোদুফে ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়।

সূত্র : আনাদোলু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img