শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

কাবুলে জোড়া বোমা বিস্ফোরণ; নিহত ৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রথম বিস্ফোরণটি শিয়া ধর্মাবলম্বীদের অধ্যুষিত দাশত-ই বারচি এলাকায় হয়েছে। এতে অন্তত ৪ জন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। দ্বিতীয় বিস্ফোরণটি শহীদ স্কয়ারে ঘটে। যার হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে কাবুলে এই জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারি সাঈদ খোস্তি এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পশ্চিম কাবুলের শিয়া অধ্যুষিত দাশত-ই বারচি এলাকায় একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে বেসামরিক নাগরিক নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। স্থানীয়রা বলেছেন, আহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন।

হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গত কয়েক দিন ধরে কাবুলে ধারাবাহিকভাবে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। এই বিস্ফোরণে রাজধানী পশ্চিমের শিয়া অধ্যুষিত এলাকা বেশ কয়েকবার লক্ষ্যবস্তু হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img