আবু বকর সিদ্দিক
চুয়াডাঙ্গা জেলা পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মঞ্জু মোটরসাইকেল প্রতীকে ৬৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে জেলার ৪ টি ভোট কেন্দ্রে এ ভোট অনুষ্ঠিত হয়।
ভোট গননা শেষে বেসরকারিভাবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহাফুজুর রহমান মঞ্জু মোটরসাইকেল প্রতীক নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৫৬ ভোট, জীবননগর উপজেলায় ৮৬, দামুড়হুদা উপজেলায় ৯০ ভোট ও আলমডাঙ্গা উপজেলায় ৯০ ভোট সহ মোট ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রার্থী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী-যুবলীগের সাবেক আহব্বায়ক আরিফিন আলম রঞ্জু ঘোড়া প্রতিক নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলায় পেয়েছেন ৬১ ভোট, জীবননগর উপজেলায় পেয়েছেন ৩০ ভোট, দামুড়হুদা উপজেলায় পেয়েছেন ২৮ ভোট, আলমডাঙ্গা উপজেলায় পেয়েছেন ১৩০ সর্বমোট ২৪৯ ভোট পেয়েছেন।