ভারতের উত্তরপ্রদেশে দুর্বৃত্তরা গুলি করে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপির এক নেতাকে মেরে ফেলেছে।
শুক্রবার (১৬ অক্টোরব) রাতে ফিরোজাবাদ জেলায় এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া।
নিহতের নাম ডিকে গুপ্তা। তিনি ছিলেন মণ্ডলের সহসভাপতি।
পুলিশ জানিয়েছে, লোকাল মার্কেটে ডিকে গুপ্তার একটি দোকান রয়েছে। রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় গুলি চালায় তিন দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
নিহত বিজেপি নেতার পরিবার পুলিশের কাছে সন্দেহভাজন কয়েক জনের নাম দিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
এর কয়েক দিন আগে টিটাগড় থানার সামনে খুন হন বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লা।