কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশের সংকটময় পরিস্থিতিতে জরুরি কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতী রেজাউল করীম।
বুধবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোটা সংস্কারের দাবিতে নিহত ছাত্র ও ছাত্রীদের লাঞ্ছিত করার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে জেলা মহানগরে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।
এছাড়া পরদিন শুক্রবার দেশের সকল মসজিদে নিহত ছাত্রদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।