বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জায় গণহত্যা বন্ধ না হলে ইসরাইলের বিরুদ্ধে অবস্থান পরিবর্তন করবে না আঙ্কারা: এরদোগান

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইসরাইলি গণহত্যা, অবৈধ দখলদারী ও ধ্বংসযজ্ঞ বন্ধ না করা হলে, তেল আবিবের বিরুদ্ধে নেতিবাচক অবস্থান পরিবর্তন করবেনা আঙ্কারা বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

মঙ্গলবার আঙ্কারায় ক্যাবিনেট বৈঠকে এসব কথা বলেন এরদোগান।

তিনি বলেন, “যেসব অত্যাচারীরা ভূমি দখল করে ও মজলুমের চোখের পানি এবং রক্ত পান করে, তাদের সাথে অবস্থান করা আমাদের পক্ষে অস্বস্তিদায়ক। আমরা ফিলিস্তিনিদের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকবো।”

প্রসঙ্গত, গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে গাজ্জায় ইসরাইলি গণহত্যার বিষয়টি তুলে ধরেন এরদোগান। যেখানে তিনি বলেন, শুধুমাত্র এই অঞ্চলের শান্তির জন্য নয়, বরং মানবতার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসরাইলি গণহত্যা থামানো অত্যাবশ্যকীয়।

উল্লেখ্য, গাজ্জায় গণহত্যা বন্ধ ও একটি যুদ্ধ বিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরাইলি সরকারের উপর সম্ভাব্য সকল প্রকার চাপ প্রয়োগ করেছে তুরস্ক। যার মধ্যে রয়েছে দেশটির সাথে সকল ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত ও তেল আবিবের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে করা গণহত্যা মামলার পক্ষে সমর্থন জানানো।

সূত্র : আনাদোলু নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img