শুক্রবার, মে ১৭, ২০২৪

মাধবদীতে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধসহ আহত ৫

নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় পৌর সভার সাবেক কাউন্সিলরসহ দুজন গুলিবিদ্ধ ও পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় সাবেক কাউন্সিলর জাকারিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে মাধবদী পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আজ রমনি কমিউনিটি সেন্টারে কার্যকরী কমিটির মিটিং চলছিল। এ সময় মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মিটিংয়ে উপস্থিত হন। মেয়রকে কেন দাওয়াত দেওয়া হয়নি তা নিয়ে উপস্থিত নেত্রীবৃন্দের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে সেখান থেকে মেয়র চলে যান।

তিনি বলেন, মেয়র ও তার সমর্থকরা চলে যাওয়ার সময় ছাত্রলীগের সভাপতি মাসুদ মেয়র সমর্থকদের কটূক্তি করেন। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এর প্রতিবাদে পৌর সভার সাবেক কমিশনার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, তার ভাই পৌরসভার সাবেক কমিশনার, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া ও তাদের সমর্থকরা মিছিল বের করেন।

তিনি আরও বলেন, মিছিলটি পৌরসভাসংলগ্ন রাঁধুনী রেস্টুরেন্টের সামনে আসলে দুই পক্ষের সমর্থকরা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করা হয়। এতে পৌরসভার সাবেক কমিশনার, মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া ও আবু কালাম নামে দুজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হন।

মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, মিটিংয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে পৌরসভার মেয়রের সঙ্গে আনোয়ার কমিশনারসহ স্থানীয় নেত্রীবৃন্দের কথা কাটাকাটি হয়। এর জেরেই এ ঘটনা ঘটেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img