ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | আরিফ মুসতাহসান
সৌদি আরবে নোভেল করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৫২,০১৬ জন।
শনিবার (১৬ মে) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ২৮৪০ জন। মৃত্যু হয়েছে ১০ জনের।
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পরা করোনাভাইরাস এর প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে শুরু থেকেই কঠোর পদক্ষেপ নেয় সৌদি প্রশাসন। তবে কোনোভাবেই আক্রান্তের পরিমাণ এড়াতে পারছেনা সৌদি সরকার। দেশটিতে সর্বমোট মৃত্যুর সংখ্যা ৩০২ জন। এবং সুস্থ হয়েছে ২৩ হাজার ৬৬৬ জন।
বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ৬০ হাজার। এবং মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৯ হাজার। সুস্থ হয়ে ঘরে ফিরেছে ১৭ লাখ ৭০ হাজার।