নড়াইলে আলাদা দুইটি মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ বুধবার (১৭ ফ্রেরুয়ারি) বিকালে নড়াইল সদর আমলী আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ আদেশ দেন।
মুক্তিযুদ্ধাদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য ও শহীদ বুদ্ধিজীবীদের নির্বোধ বলার অভিযোগে নড়াইলে দায়েরকৃত পৃথক দুইটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে এ আদেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণিতে জানা গেছে, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বির্তকিত মন্তব্য করেছিলেন। এদিকে, ২০১৫ সালের ২৫ ডিসেম্বর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকায় তার দলের এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
শেখ আশিক বিল্লাহ বাদী হয়ে একই বছরের ২৯ ডিসেম্বর খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে নড়াইল সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন।