শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

গাজ্জায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৩ ইসরাইলি বন্দী মুক্তি দিচ্ছে হামাস

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দীর্ঘ ৪৬৮ দিন যুদ্ধের অবসান ঘটেছে যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তির মধ্য দিয়ে। চুক্তির প্রথম ধাপে হামাস আজ মুক্তি দিচ্ছে ৩৩ ইসরাইলি বন্দী। তাদের নামগুলোর ইসরাইলের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরাইলি গণমাধ্যম টাইমস অফ ইসরাইলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘তালিকাটি প্রকাশের ক্রম অনুসারে নয়।’ তবে স্থানীয় আরেকটি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছেন, ঠিক এই তালিকাটিই গত মাসে হামাস অনুমোদন করেছিল এবং কয়েক মাস আগে ইসরাইল এই তালিকাটিই হামাসকে দিয়েছিল।

তালিকায় থাকা নামগুলো হলো লিরি আলবাগ, ইতজাক এলগারাত, করিনা আরিয়েভ, ওহাদ বেন আমি, এরিয়েল বিবাস, ইয়ার্ডেন বিবাস, কেফির বিবাস, শিরি বিবাস, আগম বার্গার, গনেন রোমি, ড্যানিয়েলা গিলবোয়া, এমিলি দামারি, সাগুই ডেকেল চেন। আইয়ার হর্ন, ওমের ওয়েঙ্কার্ট, আলেকজান্ডার সাশা ট্রুফানোভ, আরবেল ইহুদ, ওহাদ ইয়াহলোমি, এলিয়া কোহেন, অর লেভি, নামা লেভি, ওডেড লিফশিটজ, গাদি মোশে মোজেস, আব্রাহাম (আভেরা) মেনগিস্টো, শ্লোমো মান্তজুর, কিথ স্যামুয়েল সিগাল, সাচি ইদান, ওফার কালদেরন, তাল শোহাম, ডোরন স্টেইনব্রেচার, ওমের শেম তোভ, হিশাম আল -সাঈদ ও এলি শারাবী।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ইতোমধ্যে বন্দীদের পরিবারকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে।

এদিকে, বুধবার যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসার পরও ইসরাইলি বাহিনী বিমান হামলা অব্যাহত রয়েছে। অবশ্য চুক্তিটি রোববার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তা তিন ধাপে কার্যকর হবে।

প্রথম ধাপে হামাসের হাতে আটক ৩৩ বন্দীর মুক্তির পরিবর্তে ইসরাইলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের অনেককে ছেড়ে দেয়া হবে। গাজ্জার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলো থেকে ইসরাইলি বাহিনী আরও পূর্ব দিকে সরে যাবে। এল ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরতে পারবেন। এছাড়া ত্রাণবাহিনী শত শত ট্রাক প্রতিদিন গাজ্জায় প্রবেশের সুযোগ পাবে।

চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনায় স্থান পাবে বাকি বন্দীদের মুক্তি এবং ‘টেকসই শান্তির’ জন্য ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি।

তৃতীয় ও চূড়ান্ত ধাপে আসবে গাজ্জার পুনর্গঠন। এর জন্য অনক বছর লেগে যেতে পারে। তবে হামাসের হাতে আর কেউ বন্দী থাকলে তাদের মুক্তির বিষয়টিও আলোচনায় আসবে এই ধাপে।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আল সানি বলেন, চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করার পর কয়েকদিনের মধ্যেই এটি সবিস্তারে জানানো হবে।

তিনি আরও জানান, কাতার, আমেরিকা ও মিসর এই চুক্তি করার বিষয়ে সহায়তা করেছে এবং তারা ইসরাইল ও হামাস যেন চুক্তির সব শর্ত মেনে চলে, সেজন্যও তারা সচেষ্ট থাকবে।

সূত্র : আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img