গাজ্জার যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জনিয়ে তুরষ্কের প্রেসিডেন্ট রজব তইয়্যেব এরদোগান বলেছেন, গাজ্জাকে নিজের পায়ে দাঁড়াতে সব করবে তার দেশ তুরস্ক।
বুধবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে খবার জানায় বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র এরদোগান বলেন, এই চুক্তি ফিলিস্তিনি ভাই-বোন ও পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথ উন্মুক্ত করবে।
এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেন, হামাস ও ইসরাইলের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানাই। তুরস্ক আগেও যেমন গাজ্জার পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে ও গাজ্জাকে তার নিজের পায়ে দাঁড়ানোর সব ধরনের সহায়তা করবে।