বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জার সর্বশেষ আপডেট

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের হামলায় গাজ্জায় সর্বশেষ শহীদের সংখ্যা ১১ হাজার ৫০০ জন ছাড়িয়েছে। আহত হয়েছে ২৯ হাজার ৮০০ জন। ১.৫ মিলিয়ন (১৫ লাখ) ফিলিস্তিনিকে ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য করা হয়েছে। বোমা মেরে ২ লাখ ২৩ হাজার ঘরবাড়ির ক্ষতি করা হয়েছ যার মধ্যে ৪২ হাজার মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে যা বর্তমানে বসবাসের সম্পূর্ণ অযোগ্য। ৯৫টি সরকারি ভবন ও ৭৪টি মসজিদ সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।

দক্ষিণ গাজার পূর্বে খান ইউনিসের বাসিন্দাদের অবিলম্বে তাদের বাসস্থান ছেড়ে অন্যত্র আশ্রয় গ্রহণের নির্দেশ দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।

গাজ্জা শহরে অবস্থিত আল-শিফা হাসপাতালে নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গেট থেকে মেডিকেল কমপ্লেক্সে প্রবেশের খবর পাওয়া গেছে।

অবৈধ রাষ্ট্র ইসরায়েলের উগ্র ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড।

ব্রিটিশ পার্লামেন্টে যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানকারী সদস্যদের প্রতি নিন্দা জানিয়েছেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ।

আল-শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে কাতার।

গাজ্জায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনকে একটি চিঠি লিখেছেন নিউইয়র্কের প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ সহ দেশটির দুই ডজন আইন প্রনেতা।

কানাডার ভ্যাঙ্কুভার শহরে আয়োজিত একটি নৈশভোজ অনুষ্ঠানে গাজ্জা উপত্যকা নিয়ে সাংবাদিক ও অ্যাক্টিভিস্টদের দ্বারা তিরস্কৃত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এসময় তাকে ‘আপনার হাতে রক্ত লেগে রয়েছে, লজ্জা করে না আপনার!’ বলে নানাভাবে তিরস্কার করা হয়।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img