শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

আগামী নির্বাচনে খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠিত হবেই, ইনশাআল্লাহ: আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছেন, শেখ হাসিনার পায়ের তলায় মাটি নেই, তাই আওয়ামী অবৈধ সরকার দুর্নীতি ও লুটপাটে আকন্ঠ নিমজ্জিত। আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সরকার প্রতিষ্ঠিত হবেই, ইনশাআল্লাহ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর মিরপুর থানাধীন ৭ ও ১২ নং ওয়ার্ড বিএনপি’র কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

আমান বলেন, পুলিশ না আসলে আওয়ামী লীগ বিএনপির সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। দেশে সুষ্ঠু নির্বাচন হলে শতকরা ৯৫ ভাগ ভোট বিএনপি পাবে। তাই সকল ভেদাভেদ ভুলে বিএনপি পরিবারকে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

আমান আরও বলেন, দেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে, শেখ হাসিনার অধীনে এই বাংলার মাটিতে আর কোনও জাতীয় নির্বাচন হতে দেব না, ইনশাআল্লাহ।

তিনি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি জোর আহবান জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img