শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

আল-জাজিরার সেই সাংবাদিককে মুক্তি দিল সুদান

আটকের দুই দিন পর আল-জাজিরার খার্তুম ব্যুরো প্রধান এল মুসালমি এল কাব্বাশিকে মুক্তি দিয়েছে সুদানের জান্তা সরকার।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ নভেম্বর) তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে আল-জাজিরা কর্তৃপক্ষ কাব্বাশিকে আটকের নিন্দা জানায়। তারা বলছে, তাদের সব প্রতিনিধিকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সুদানের সামরিক বাহিনীর।

তবে কেন আল জাজিরার এ আটক করা হয়েছিল, সি বিষয়ে সুদানের সামরিক বাহিনী এখনও কিছু জানায়নি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img