তুরস্ক থেকে আনুষ্ঠানিকভাবে পশুজাত পণ্য আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। আঙ্কারায় সৌদি দূতাবাস থেকে রিয়াদে তুরস্কের দূতাবাসের কমার্শিয়াল কনস্যুলারকে বিষয়টি জানানো হয়।
সরকারি সূত্রের বরাতে তুর্কি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে রফতানিকারক প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি জানিয়ে দিয়েছে।
সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথোরিটির ১৫ নভেম্বরের ঘোষণা অনুযায়ী গরুর মাংস, মাটন, সাদা মাংস, পোল্ট্রি, মাছ এবং জলজজাত পণ্য, দুধ এবং দুগ্ধজাত পণ্য, ডিম এবং মধুসহ এ সংশ্লিষ্ট কোনো পণ্য তুরস্ক থেকে সৌদি আরবে আমদানি করা হবে না।
এ সিদ্ধান্তের আগে তুর্কি পণ্যে আংশিক নিষেধাজ্ঞা দেয় সৌদি আরবের রাজতান্ত্রিক সরকার।
করোনার কারণে সারাবিশ্বের মতো তুরস্কের অর্থনীতিই চ্যালেঞ্জের মুখে জানিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানায় আঙ্কারা। তবে সে আহ্বান উপেক্ষা করেই তুরস্কের পণ্য আমদানি বন্ধের সিদ্ধান্ত নিলো সৌদি।