সিরিয়ার সুন্নি মুসলিম গণহত্যার খলনায়ক ও স্বৈরশাসক বাশার আল আসাদ সরকারের দীর্ঘদিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম ৭৯ বছর বয়সে মারা গেছেন।
আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে তিনি মারা গেছেন বলে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন সানা জানিয়েছে।
আসাদের এই পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ বিস্তারিতভাবে জানানো হয়নি তবে গত কয়েক বছর ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন।
ওয়ালিদ আল-মুয়াল্লেম ২০০৬ সালে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং ২০১২ সাল থেকে তিনি সুন্নি মুসলিম গণহত্যার খলনায়ক আসাদের উপ প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন।