বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

আবারও ভারতে পাচারকালে কুমিল্লা সীমান্তে ৮৫০ কেজি ইলিশ জব্দ

আবারও কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রিজ এলাকা থেকে ইলিশ মাছগুলো জব্দ করে বিজিবি। রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবির কুমিল্লা সেক্টরের ১০ ব্যাটালিয়ান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভোরে ১০ বিজিবির কটকবাজার পোস্টের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় চাঁনপুর ব্রিজ থেকে মালিকবিহীন ৩৫টি বাক্সভর্তি ইলিশ মাছ জব্দ করা হয়। যার পরিমাণ ৮৫০ কেজি এবং বাজার মূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইলিশগুলো জব্দ করার পর সেগুলো নিলামে বিক্রি করে বিজিবির বিধি অনুযায়ী সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে। চোরাচালান বিরোধী বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর ভারতে পাচারের সময় সিলেট ও কুমিল্লা সীমান্ত থেকে ৮৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এর মধ্যে সিলেট সীমান্ত থেকে ২৭৫ কেজি ও কুমিল্লা সীমান্ত থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img