মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

বিশ্বে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় বই লিখেছেন এরদোগান

বিশ্বে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন বই লিখেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এটি তাঁর দ্বিতীয় বই। এতে তিনি গোটা মানব সম্প্রদায়ের জন্য ইনসাফ নিশ্চিত করতে তুরস্কের অব্যাহত প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন।

বইটিতে এরদোগান অস্থির বৈশ্বিক রাজনীতি, বিশেষত শরণার্থী সংকট, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, বর্ণবাদ এবং ইসলামের সঙ্গে শত্রুতা ও বিদ্বেষের নানা বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বিশ্বে একটি সামগ্রিক স্থিতিশীলতা নির্মাণের প্রতি গুরুত্বারোপও করেন তিনি।

এরদোগান লিখেন, বিশ্বের যে কোনও প্রান্তে একটি শিশু মৃত্যুবরণ করলেও সবাই এর জন্য দায়ী। তাই এ কঠিন সময়েও আমাদের বিবেককে শুনতে হবে এবং ন্যায়পরায়ণার প্রতিনিধিত্ব করতে হবে।

জানা যায়, তুর্কি ভাষায় লিখিত বহুল কাঙ্ক্ষিত বইটির নাম DAHA ADIL BIR DUNYA MUMKUN। ২১৬ পৃষ্ঠার বইটি তুরস্কের বাজারে ৪০ লিরায় (৪০০ টাকায়) বিক্রি হচ্ছে। এখন শুধু তুর্কি ভাষায় পাওয়া গেলেও খুব শিগগিরিই বইটি আরবী, ইংরেজি, স্প্যানিশ, জার্মান, ফ্রেন্স এবং রাশিয়ান ভাষায় অনূদিত হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img