এবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর শিক্ষার্থীদের প্রতিবাদমূলক শান্তিপূর্ণ অবরোধে হামলা চালিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে।
অবরোধে অংশগ্রহণকারীদের তথ্যমতে, শিক্ষার্থীরা সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ঢাকা-চট্রগ্রাম রেল ও সড়ক পথ অবরোধ করে ১৫ জুলাইয়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে আসছিলো। কিন্তু এক পর্যায়ে অবরোধে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলায় প্রায় ডজনখানেক শিক্ষার্থী আহত হন। আহতদের ক্যাম্পাস মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ক্যাম্পাস থেকে বারৈয়ারহাট ছেড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের একটি বাসেও হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ধারণকৃত ভিডিওতে দেখা যায়, শেষে ৫১ লিখিত নাম্বার প্লেটের বিশ্ববিদ্যালয় বাসে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। জানানো হয় ভাঙচুর শেষে বাস চালককে তুলে নিয়ে যাওয়া হয়। বাসে থাকা বহু শিক্ষার্থী ভাঙচুরের ঘটনায় আহত হয়।
এছাড়া শিক্ষার্থীরা জানায়, দুপুরে অবরোধে হামলার লক্ষ্যে নিয়ে আসা বস্তা বোঝাই ছুরি ও কিরিচ জব্দ করে তারা।