মঙ্গলবার, মে ৭, ২০২৪

করোনা বাড়ছে; ২৪ ঘণ্টায় শনাক্ত ৫ শতাংশ ছাড়িয়েছে

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আরো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন
৩৫৭ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৬ জনে পৌঁছেছে।

এছাড়া এ সময়ে করোনায় কেউ মারা যায়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জনই অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার ৫ দশমিক ৭৬ শতাংশ।

দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর এক দশমিক ৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১১৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫ হাজার ৬১৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৭ শতাংশ।

সূত্র : ইউএনবি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img