বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪

মহানবী (সা.)-কে নিয়ে বিজেপি নেতাদের কটূক্তির প্রতিবাদে ইসলামী আন্দোলনের সমাবেশ

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১১টা থেকে সমাবেশের উদ্দেশ্যে দলের কর্মীদের জমায়েত শুরু হয়।

সূত্র জানায়, সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে ভারতীয় হাইকমিশন অভিমুখে গণমিছিল শুরু হয়। সেখানে স্মারকলিপি দেওয়া হবে। এতে নেতৃত্ব দিচ্ছেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই।

ঘটনাস্থলে থাকা দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, গণমিছিল উপলক্ষে সকাল থেকেই কর্মীরা বায়তুল মোকাররমের উত্তর গেটে আসতে শুরু করেন। কর্মীরা বায়তুল মোকাররমের সামনের সড়কে অবস্থান নেওয়ায় সেখানে যান চলাচল বন্ধ ছিল। এতে পল্টন, প্রেসক্লাব এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে পল্টন মোড়সহ আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img