ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসসাম ব্রিগেডের হামলায় আরও পাঁচ ইসরাইলি সেনা নিহত হয়েছে।
কাসসাম ব্রিগেড আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গাজ্জার পূর্ব খান ইউনুসে টানেলের ভেতর থেকে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলায় পাঁচ ইসরাইলি সেনা নিহত হয়েছে। ইহুদিবাদী সেনারা সাজোয়া যান নিয়ে ঐ টানেলের প্রবেশমুখের দিকে যাওয়ার চেষ্টা করছিল, এ সময়ই তাদের লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
গাজ্জায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত হামাসের যোদ্ধাদের হামলায় বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে। তবে দখলদার ইসরাইল সরকার জনরোষ বৃদ্ধির আশঙ্কায় সেনা হতাহতের সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না।
অন্যদিকে, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজ্জায় ইসরাইলি হামলায় ২৪ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর বেশিরভাগই শিশু ও নারী।