শুক্রবার, মে ৩, ২০২৪

লালমনিরহাটে বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রামে শাহাদৎ হোসেন (২৮) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরে পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭-৮ নম্বর সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহাদৎ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট গ্রামের গাইবান্ধাপাড়ার ইদ্রিস আলীর ছেলে। বৃহস্পতিবার ভোরে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারীদের একটি দল জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭-৮ নম্বর সাব-পিলারের কাছ দিয়ে গরু পার করতে থাকে। এ সময় ভারতের কুচবিহার জেলার মাথাভাঙা থানার আশোকবাড়ি গ্রামের মেডিকেলবাড়ী সেতু এলাকা সীমান্তে ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছোড়ে। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে ভারতের অভ্যন্তরে ঘটনাস্থলেই শাহাদৎ হোসেনের মৃত্যু হয়। মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, লাশ ভারতের অভ্যন্তরে, পরে মেখলিগঞ্জ থানা পুলিশ নিয়ে গেছে। ঘটনা শোনার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল।

এ ব্যাপারে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, সীমান্ত পিলার থেকে ১২০ গজ ভারতের ভেতরে পড়ে থাকা একটা ব্যাপারে সীমান্তে দায়িত্বরত বিজিবির টহল দল তাদেরকে (বিএসএফকে) জানায়। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img