শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

১০ ডিসেম্বর কিছু করতে চাইলে হেফাজতের মতো পরিস্কার হয়ে যাবেন : বিএনপিকে কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। আওয়ামী লীগের শেকড় অনেক অনেক গভীরে। ইচ্ছা করলেই “১০ ডিসেম্বর” করে সরকারের পতন ঘটানো যাবে না।

তিনি বলেন, হেফাজতও এমন বলেছিল, শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল। সারা জাতি টেলিভিশনের দিকে তাকিয়েছিল- রাত মনে হয় পোহাবে না, রাতের মধ্যেই আওয়ামী লীগ সরকারের পতন হয়ে যাবে। সেদিন বেগম খালেদা জিয়া খুশিতে আত্মহারা হয়ে বিএনপির নেতা-কর্মীদের বলেছিলেন শাপলা চত্বরে হেফাজতের নেতা-কর্মীদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। স্বৈরাচার এরশাদ সাহেব, উনিও নিজের ফ্রিজ থেকে পানি বের করে হেফাজতের নেতা-কর্মীদের পান করিয়েছিলেন। কিন্তু আমরা কী দেখলাম? টেলিভিশনের দিকে তাকিয়েছিলাম রাত আড়াইটা-৩টার দিকে, শাপলা চত্বর ‘পরিষ্কার’ হয়ে গেছে। কাজেই “১০ ডিসেম্বর” এ রকম কিছু করতে চাইলে পরিষ্কার হয়ে যাবেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন আব্দুর রাজ্জাক। সেখানে নবান্নের ধান কাটা উদ্বোধনসহ বেশকিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

এসময় খাদ্য উৎপাদন নিয়ে কৃষিমন্ত্রী বলেন, এবার ভালো পরিমাণ আমন শস্য উৎপাদন হয়েছে। বিভিন্ন জেলা-উপজেলা থেকে রিপোর্টাররা আমাদের তথ্য দিচ্ছেন, সংবাদ প্রকাশ করছেন আমনের বাম্পার ফলন হয়েছে। ইনশাআল্লাহ দেশে কোনো দুর্ভিক্ষ হবে না। খাদ্যের কোনো সংকট হবে না। তবে মানুষের একটু কষ্ট হতে পারে যদি ইউক্রেনের যুদ্ধ অব্যাহত থাকে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img