মিশরের সিনাই উপদ্বীপে আমেরিকার একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা মারা গেছে। গত ১২ নভেম্বর ইউএইচ-৬০ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
মার্কিন এসব সেনা বহুজাতিক বাহিনীর অংশ হিসেবে মিশর-ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের তথাকথিত শান্তিচুক্তি বাস্তবায়নের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ওই এলাকায় মোতায়েন ছিল।
হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় মোট সাতজন বিদেশী সেনা নিহত হয়েছে যাদের বাকি দুইজন চেক প্রজাতন্ত্র ও ফান্সের সেনা। এ ঘটনায় আরো এক মার্কিন সেনা আহত হয়। নিহত মার্কিন সেনাদের পূর্ণাঙ্গ পরিচয় এরইমধ্যে প্রকাশ করা হয়েছে।
নিহত সেনাদের বেশ কয়েকজন গত মাসেই মিশরে পৌঁছেছিল। এর মধ্যে কোনো কোনো সেনা অক্টোবর মাসে মিশরে পৌঁছায়। তার আগে কেউ কেউ দক্ষিণ কোরিয়া এবং আফগানিস্তান যুদ্ধে অংশ নিয়েছে।